ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ঠিকাদার হত্যা মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
খুলনায় ঠিকাদার হত্যা মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর

খুলনা: খুলনায় ঠিকাদার মিজানুর রহমান বালা (৫০) হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রীসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩১ মার্চ) বিকেলে শুনানি শেষে খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীদুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচ আসামির মধ্যে নিহতের ছোট ভাই মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিহা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের এবং সজিব হাসান সাথী, মোস্তফা হোসেন সোনা, ফয়সাল ও মাসুদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরা সবাই মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি দাস বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।  

এর আগে শনিবার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

পুলিশ জানায়, ঠিকাদারী ব্যবসা ও পারিবাবিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আসামিদের সোমবার (১ এপ্রিল) রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার  প্রকৃত রহস্য উদঘাটন হবে। বর্তমানে গ্রেফতার পাঁচ আসামি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে খুলনা নগরের বাগমারা উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বালা। এরপর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশসময়: ১৮৪৮ ঘণ্টা,  মার্চ ৩১,  ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।