রোববার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টা থেকে বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।
একঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক করে যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
কেএসএইচ/আরআইএস/