ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মাগুরা: মাগুরায় সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডি গ্রামের ফকিরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আতিয়ার মৃধা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) বিকেলে তার মৃত্যু হয়। আতিয়ার একই এলাকার বেলায়েত মৃধার ছেলে।


 
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে ফকিরপাড়া এলাকায় একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ