রোববার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হানিফ মিয়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আব্দুল লতিফ সরকারের ছেলে। বর্তমানে ঢাকার মুগদা এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন তিনি।
নিহতের খালাতো ভাই রুবেল জানান, পল্টন মল্লিক কমপ্লেক্সের নিচে ফুটপাতে চায়ের দোকানদারি করতেন হানিফ। ঝড়ের সময় হঠাৎ পার্শ্ববর্তী ভবনের উপর থেকে বেশ কয়েকটি ইট নিচে থাকা হানিফের উপরে পরে। এতে গুরুতর আহত হলে পুলিশসহ আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া হানিফের মৃত্যুর বিষয়ে বলেন, মধ্য চৈত্রে কালবৈশাখীর আঘাতে রাজধানীর বেশ কিছু জায়গা থেকে আহত হয়ে অনেকে হাসপাতালে এসেছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এজেডএস/জেডএস