ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ফরিদপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

ঢাকা: তরুণ সমাজকে সচেতন করতে ফরিদপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

‘তারুণ্য হোক মাদকমুক্ত, নেশা হোক বই পড়া’, ‘বাল্যবিয়ে বন্ধ হবে, দেশ অনেক এগিয়ে যাবে’ প্রতিপাদ্যগুলোকে এসময় আয়োজনে উপস্থাপন করা হয়।

রোববার (৩১ মার্চ) বিকেলে ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন (ডিবিএফ) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে জেলা সদরের শুভারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

আয়োজনে মাদক ও বাল্যবিয়ে বিরোধী আলোচনা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে তরুণ-তরুণীদের সঙ্গে আলোচনা করা হয়।

শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুর জেলার ইন্সপেক্টর বেলায়েত হোসেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার রেহানা আক্তার, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু কানাই লাল দাশসহ বিশিষ্টজনেরা।  

আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি রাখিল খন্দকার নিশান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে রাখিল খন্দকার বলেন, মাদক ও বাল্যবিয়ে একটি অভিশাপের নাম। তারুণ্য হলো শক্তি। তারুণ্য মানে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যাওয়া। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত করতে হবে। সেজন্য সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

তরুণদের উৎসাহ দিয়ে তিনি বলেন, যারা বাল্যবিয়ে বন্ধ করবে বা বাল্যবিয়ের সঠিক খবর দেবে, তাদের প্রতিজনকে ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার টাকার বই উপহার দেওয়া হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুর জেলার ইন্সপেক্টর বেলায়েত হোসেন বলেন, সারাদেশে মাদক নিয়ন্ত্রণ করতে হলে আগে গণসচেতনতা দরকার। এ সচেতনতা প্রথমে তরুণ এবং এরপর পরিবার থেকে শুরু করতে হবে।

রেহানা আক্তার বলেন, সন্তান মাদকাসক্ত হচ্ছে কি না, মা-বাবাদের সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজে বাল্যবিয়ের কুফল তুলে ধরতে হবে আরো বিস্তর পরিসরে। অভিভাবকদেরও বাল্যবিয়ে রুখে দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য নানান ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া আয়োজনে মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি ও লিফলেট বিতরণ ছাড়াও তরুণদের জন্য ছিল শিক্ষামূলক অংশগ্রহণ।

আয়োজনের মিডিয়া পার্টনার দেশের বৃহত্তম অনলাইন মিডিয়া পোর্টাল বাংলানিউজ২৪.কম এবং প্রিন্ট পার্টনার দৈনিক খোলা কাগজ। এছাড়া একাডেমিক পার্টনার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।