রোববার (৩১ মার্চ) রাত ৮টা থেকে ফের নৌযান চলাচল স্বাভাবিক হয় বলে বাংলানিউজকে জানান বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া।
এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা ৬টা থেকে এ নৌরুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বিকেলে হঠাৎ করেই আকাশে মেঘ করে। পরে সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় সব ধরনের নৌযান চলাচল। দুই ঘণ্টা পর আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নৌযান চলাচল শুরু হয়। ঝড়ের সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
** কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসআরএস