রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে শেরে-বাংলা-নগর এলাকায় লেক রোড় দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝড়ো বাতাসের কারণে মাথায় গাছের ঢাল ভেঙে অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর গুরুতর আহত হন।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে মিরপুর পশ্চিম শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে রেলিংসহ কিছু অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ওসি দাদন ফকির বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটেছে। খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এজেডএস/এসএইচ