রোববার (৩১ মার্চ) দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ওফাজ উদ্দিনের সঙ্গে দেখা করতে গেলে তার পরিবর্তে দেখা যায় মো. জাহাঙ্গীরকে। এসময় মো. জাহাঙ্গীরের এক চাচা তাকে শনাক্ত করেন এটা ওফাজ উদ্দিন না তার ভাতিজা মো. জাহাঙ্গীর।
এ বিষয়ে কিছু না বললেও স্বীকার করেছেন তিনি ওফাজ উদ্দিন নন, মো. জাহাঙ্গীর।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে ওফাজ উদ্দিন বনের দু’টি মামলা এবং একটি মারামারি ও ভাঙচুর মামলার আসামি। কিন্তু ওফাজ উদ্দিনের পরিবর্তে বনের একটি মামলায় আদালতে হাজিরা দিতে যান মো. জাহাঙ্গীর। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
এরপর থেকে মো. জাহাঙ্গীর জেল খাটছেন ওফাজ উদ্দিনের পরিবর্তে। আর পালিয়ে আছেন মূল আসামি ওফাজ উদ্দিন।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ওফাজ উদ্দিনের বদলে বন্দি রয়েছেন মো. জাহাঙ্গীর। এর আগে তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। ওফাজ উদ্দিন জমি দখলসহ নানা অপরাধমূলক কাজে জড়িত। তিনি মো. জাহাঙ্গীরকে টাকা দিয়ে তার পরিবর্তে জেল খাটাচ্ছেন। আর ওফাজ উদ্দিন পালিয়ে থেকে অপরাধমূলক কাজ করছেন এবং তার সব মামলার জামিন করাচ্ছেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বাংলানিউজকে বলেন, এমন ঘটনা আমার জানা নেই। যেহেতু ঘটনাটি জানতে পেরেছি বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএস/এএ