গুলিবিদ্ধরা হলেন-সদর উপজেলার রতনপুর এলাকার রজব আলীর ছেলে মো. ফয়সাল(৩২)ও কুড়িগ্রাম জেলার উলিপুরের গুলজারকান্দি গ্রামের আবর আমিনের ছেলে রুহুল আমিন(৪৫)। তিনি পেশায় একজন রিকশাচালক।
রোববার(৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার দেওয়ান বাজার এলাকায় ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফেরদৌস মিয়া জানান, ফলাফলের শেষের দিকে কেন্দ্রের বাইরে গণ্ডগোল হয়। তবে কেন্দ্রের ভেতরের পরিবেশ স্বাভাবিক ছিল।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বাংলানিউজকে জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এক ছাত্রলীগ কর্মী গুলি করলে সেটি রিকশাওয়ালা রুহুল আমিন ও ফয়সালের গায়ে লাগে। ঘটনাটি নির্বাচন রিলেটেড না। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘন্টা, মার্চ ৩১, ২০১৯
আরএ