ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ২  আহতদের স্বজনের আহাজারি। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন-সদর উপজেলার রতনপুর এলাকার রজব আলীর ছেলে মো. ফয়সাল(৩২)ও কুড়িগ্রাম জেলার উলিপুরের গুলজারকান্দি গ্রামের আবর আমিনের ছেলে রুহুল আমিন(৪৫)। তিনি পেশায় একজন রিকশাচালক।

রোববার(৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার দেওয়ান বাজার এলাকায় ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।  

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের  প্রিজাইডিং অফিসার ফেরদৌস মিয়া জানান, ফলাফলের শেষের দিকে কেন্দ্রের বাইরে গণ্ডগোল হয়। তবে কেন্দ্রের ভেতরের পরিবেশ স্বাভাবিক ছিল।  

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বাংলানিউজকে জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এক ছাত্রলীগ কর্মী গুলি করলে সেটি রিকশাওয়ালা রুহুল আমিন ও ফয়সালের গায়ে লাগে। ঘটনাটি নির্বাচন রিলেটেড না। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘন্টা, মার্চ ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।