ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝড়ে রাজধানীতে ৩ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ঝড়ে রাজধানীতে ৩ জনের মৃত্যু ঢামেক হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঝড়ের আঘাতে রাজধানীতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় পৃথকস্থানে এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- হানিফ মিয়া (৩৫), দুলাল মিয়া (৩৫) ও লিলি ডি-কস্টা (৪৫)।

আহতদের মধ্যে আলামিন, রবি, ওমর, মাহাফুজের নাম জানা গেছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ঝড়ের সময় পল্টন মোড় এলাকায় মল্লিক কমপ্লেক্স ভবনের ছাদ থেকে বেশ কয়েকটি ইট নিচে পড়ে। এতে ওই ভবনের নিচে থাকা চা দোকানী হানিফ মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, পশ্চিম শেওড়াপাড়া এলাকায় একটি ভবন আংশিক ধসে পড়ে দুলাল মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়।

অপরদিকে, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলানিউজকে জানান, ঝড়ের সময় শেরেবাংলা লেক রোড এলাকায় গাছে পড়ে লিলি ডি-কস্টা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ঝড়ের কবলে পড়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।