রোববার (৩১ মার্চ) জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
মেয়র মোস্তফা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর্দশের সংগঠন জাতীয় ছাত্র সমাজ গঠন করে ছিল।
এর আগে, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি যুগ্ন আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াছির আরাফাত আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলার যুগ্ন সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান সাফি, মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন খবির, যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, আমিনুল ইসলাম, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও রংপুর কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এনটি