রাজশাহী আবহাওয়া অফিস বলছে, প্রায় এক সপ্তাহ থেকে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা গড়ে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করেছে।
পরে রাতে বৃষ্টি নামে। বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা বজ্রসহ বৃষ্টি হয়। এ সময় ঝড় ছিল না। তবে টানা বৃষ্টির কারণে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া পথের পাশে গাছ-পালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।
জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাত ২টা ১০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হয়েছে। এ সময় ২৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি মৌসুমী ঝড়-বৃষ্টিপাত। রাজশাহীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় এমন বৃষ্টিপাত হয়ে থাকে বলে একে মৌসুমী বৃষ্টিপাত বলে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসএস/আরবি/