ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘মার্কেট দ্রুত সংস্কার না করলে রাস্তায় বসে যাবো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
‘মার্কেট দ্রুত সংস্কার না করলে রাস্তায় বসে যাবো’ ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচা বাজার ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দীন মোহাম্মদ/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: পুড়ে যাওয়া মার্কেট সংস্কার করে না দিলে মঙ্গলবার (২ এপ্রিল)  থেকে রাস্তায় বসে ব্যবসা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন গুলশান-১ নম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচা বাজার ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দীন মোহাম্মদ।

তিনি বলেন, কবে থেকে মার্কেটের সংস্কার কাজ শুরু করবেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সুস্পষ্ট ঘোষণা না দিলে প্রয়োজনে নিজেরা মার্কেট পরিষ্কার করে বসে পড়বো।

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

 

দীন মোহাম্মদ বলেন, আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব মার্কেট চালু করে দিন। কিন্তু মেয়র সাহেবের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা পাচ্ছি না। যদিও মেয়র বলেছেন, দ্রুততম সময়ে মার্কেট চালু করে দেবেন। কিন্তু কবে নাগাদ তা চালু করে দেবেন, সেটা স্পষ্ট করে কিছু বলছেন না।  

এ সময় মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।