তিনি বলেন, কবে থেকে মার্কেটের সংস্কার কাজ শুরু করবেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সুস্পষ্ট ঘোষণা না দিলে প্রয়োজনে নিজেরা মার্কেট পরিষ্কার করে বসে পড়বো।
সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
দীন মোহাম্মদ বলেন, আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব মার্কেট চালু করে দিন। কিন্তু মেয়র সাহেবের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা পাচ্ছি না। যদিও মেয়র বলেছেন, দ্রুততম সময়ে মার্কেট চালু করে দেবেন। কিন্তু কবে নাগাদ তা চালু করে দেবেন, সেটা স্পষ্ট করে কিছু বলছেন না।
এ সময় মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
টিএম/এএ