ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আন্তঃবাহিনী ক্বেরাত ও আযান প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
আন্তঃবাহিনী ক্বেরাত ও আযান প্রতিযোগিতা শুরু

ঢাকা: আন্তঃবাহিনী ক্বেরাত ও আযান প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং লজিস্টিক্স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে এ প্রতিযোগিতা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) ৩টি দল অংশগ্রহণ করছে।

 

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবপর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।