ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়লার ভাগাড় থেকে নবজাতকের ২ টুকরো মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ময়লার ভাগাড় থেকে নবজাতকের ২ টুকরো মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের একটি ময়লার ভাগাড় থেকে এক মেয়ে নবজাতকের দুই টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে জামতলা ডাক্তার গলি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে ময়লার ভাগাড়ে ফেলে রেখে গেছে।

এটি কুকুর হয়তো বা কোনো জীবজন্তু ছিড়ে খেয়েছে আর নয়তো গর্ভপাতের সময় নবজাতকটিকে ছিড়ে বের করা হয়েছে। পরে ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। নবজাতকটির মাথা ও কোমরের নিচের অংশ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।