ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাছান (৩০) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। 

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে।

 

নিহত হাছানের পিতার নাম গিয়াসউদ্দিন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বুড়িংচর এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় জনৈক হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জের থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল জানান, সন্ধ্যায় অটোরিক্সা চালক হাছান অন্য একটি রিক্সার যাত্রী হয়ে পিডিকে পাম্পের টার্নিং দিয়ে সানারপাড় স্ট্যান্ডে আসছিলেন। ঢাকা থেকে মনোহরদীগামী একটি মিনিবাস (ঢাকা মেট্টো-ব-১২-৩৭৩) রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।  

এসময় উপস্থিত লোকজন গাড়িটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে ও চালক তানিমকে আটক করে।  

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।