ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৭০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৭০ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৭০ জন মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা ও মাদকসেবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রাতে ফতুল্লার মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা থানা পুলিশ এ অভিযান চালায়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৭০ জনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।