সোমবার (১ এপ্রিল) রাতে ফতুল্লার মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা থানা পুলিশ এ অভিযান চালায়।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৭০ জনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এমএইচএম