ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ফয়েজ আহাম্মেদ  (৩০) এক যুবক নিহত হয়েছেন। ডাকাতদের হামলায় আহত হয়েছেন এক নারীসহ দুই জন।

মঙ্গলবার (০২ এপ্রিল) ভোর ৪টার দিকে ইউনিয়নের লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফয়েজ আহাম্মেদের গ্রামের বাড়ির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।

 

আহতরা হলেন- ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্যার ছেলে ইব্রাহিম (২৬)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোরে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে ঢুকলে ঘরে থাকা লোকজন টের পেয়ে তাদের বাধা দেন। বাধা পেয়ে ডাকাতরা সোনিয়া ও ইব্রাহিমকে কুপিয়ে জখম করে। এসময় ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।