ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হিমাগারে মিললো মেয়াদোত্তীর্ণ ৩৪৫ মণ মাংস, ১১০ মণ মিষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
হিমাগারে মিললো মেয়াদোত্তীর্ণ ৩৪৫ মণ মাংস, ১১০ মণ মিষ্টি অভিযানে জব্দকৃত মাংস ও মিষ্টি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর  বিমানবন্দর এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৩৪৫ মণ মাংস এবং ১১০ মণ মিষ্টি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (১ এপ্রিল)  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বিকেল থেকে বিএডিসির হিমাগারে অভিযান চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

অভিযানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য অধিদফতরের প্রতিনিধি ও র‍্যাব-১ এর সদস্যরা।

 

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, অভিযানে বিএডিসির হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৩৪৫ মণ মাংস ও ১১০ মণ মিষ্টি জব্দ করা হয়েছে। এসব মাংস ও মিষ্টি পহেলা বৈশাখে বিক্রির জন্য হিমাগারে রাখা হয়েছিল। কিছু মাংসের প্যাকেটের গায়ে লেখা চায়না, কিন্তু এগুলো ইন্ডিয়ান। তবে দেখে বোঝা যাচ্ছে না এগুলো গরু, মহিষ, ছাগল, নাকি শুকরের মাংস।

অভিযানে আলীবাবা সুইটসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান মাজিস্ট্রেট সারওয়ার আলম।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।