মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- শহিদুল ইসলাম (৩৫), জুয়েল (৩১), আলী আজম (৫০) ও স্বাধীন (৩৫)।
সহকর্মী মো. খোরশেদ জানান, তারা শ্রমিকের কাজ করেন। বউবাজারে একটি পুরাতন ভবনের দেয়াল ভাঙার সময় দেয়ালের একাংশ তাদের উপর পড়ে। এতে কর্মরত ৪ জন আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এজেডএস/জেডএস