ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লালবাগে দেয়াল ভাঙার সময় ৪ শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
লালবাগে দেয়াল ভাঙার সময় ৪ শ্রমিক আহত

ঢাকা: রাজধানীর লালবাগ শহীদনগর বউবাজার ৩ নং গলিতে পুরান দেয়াল ভাঙার সময় ৪ শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- শহিদুল ইসলাম (৩৫), জুয়েল (৩১), আলী আজম (৫০) ও স্বাধীন (৩৫)।

সহকর্মী মো. খোরশেদ জানান, তারা শ্রমিকের কাজ করেন। বউবাজারে একটি পুরাতন ভবনের দেয়াল ভাঙার সময় দেয়ালের একাংশ তাদের উপর পড়ে। এতে কর্মরত ৪ জন আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।