মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার কাটাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর জেলার জালিয়ার চর এলাকার বাসিন্দা মো. কুদ্দুস (৪৭) ও একই জেলার পরবগা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নাছির সর্দার (৪৫)।
রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ মিয়া বাংলানিউজকে জানান, নদী থেকে জাটকা আহরণ করে পিকআপ ভ্যানে ঢাকায় নেওয়ার পথে ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্লাহ বাংলানিউজকে বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল এই দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ অন্যায়।
এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে বলেও জানান মৎস্য কর্মকর্তা মহিব উল্লাহ।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসআর/আরআইএস/