ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
কালিহাতীতে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সোলাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের সোলাকুড়া এলাকায় টাঙ্গাইল থেকে কালিহাতীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে কালিহাতী থেকে টাঙ্গাইলগামী অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ওই ব্যক্তি নিহত হন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোশারফ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।