ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাসাইলে গাছচাপা পড়ে শ্রমিক নিহত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
বাসাইলে গাছচাপা পড়ে শ্রমিক নিহত  নিহত নায়েব আলী। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গাছের নিচে চাপা পড়ে নায়েব আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দাপনাজোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলীর বাড়ি উপজেলার দেওলী গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নায়েব আলী দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে আসছিলেন। সকালে পার্শ্ববর্তী দাপনাজোর গ্রামে বজলুর রহমানের বাড়িতে একটি গাছ কাটতে যান তিনি।

একপর্যায়ে কাটা একটি গাছ হঠাৎ তার গায়ের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।