ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এবার নৌপথে এলো ৫০ কোটি টাকার ইয়াবা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এবার নৌপথে এলো ৫০ কোটি টাকার ইয়াবা, আটক ৩

ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১।

জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। আটকরা হলেন- তুহিন, সবুজ ও শাহজাহান।

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান।

তিনি জানান, নৌপথে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৮ লাখ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।

মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।