ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা

সিলেট: সিলেটের বালাগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 

সোমবার (১ এপ্রিল) রাতে নিহতের বাবা সুরমান আলী বাদী হয়ে ডাকাতি ও হত্যার অভিযোগে অজ্ঞাত সাত থেকে আট জনকে আসামি করে বালাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। শাহাব বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ছিলেন।

   
 
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বাংলানিউজকে বলেন, ডাকাতির মামলা হলেও ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে।  তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
 
গত শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার দেওয়াবাজারের চাম্পার কান্দি গ্রামের সুরমান আলীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতদের প্রতিহত করতে গেলে গুলিতে প্রাণ হারান ছাত্রলীগ শাহাব। এ ঘটনায় নিহতের বাবা ও সুরমান আলীসহ পরিবারের আট সদস্য আহত হন। ডাকাতরা একটি স্বর্ণের চেইন ও দুইটি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।