ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
ঢাকায় আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই বুধবার (০৩ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে দুইদিন তিনি ঢাকা সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, থাই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক হবে।

বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন থাই পররাষ্ট্রমন্ত্রী।  

ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন। এছাড়া গত বছর মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।