পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, থাই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক হবে।
ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।
থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন। এছাড়া গত বছর মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
টিআর/জেডএস