মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান শেখ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কুমুল সদর উপজেলার দাসার্ত্তা কুরাশি গ্রামের দ্বীন মোহাম্মদ মল্লিকের ছেলে।
ইউএনও মাহবুর রহমান শেখ বাংলানিউজকে বলেন, সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা মুকুল মল্লিককে ১০০ গ্রাম গাজাসহ বাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জিপি