ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
পদ্মায় নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে নিখোঁজ পাঁচজনের মধ্যে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তারা হলেন- কৃষি শ্রমিক ইয়াদ আলী (৪৮), চাঁন মিয়া (৪৫) ও ইসমাইল হোসেন (৫৮)।  

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পদ্মায় মরদেহ তিনটি ভেসে উঠলে তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিখোঁজ বাকি দু্ইজনের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে ইয়াদ আলী ও প্রায় ১৫ কিলোমিটার দূরে হরিরামপুরের পদ্মা নদীতে চাঁন মিয়া ও ইসমাইল হোসেনের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের মরদেহ উদ্ধার করে হরিরামপুর ও শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, হরিরামপুরে পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ দুইজনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার পদ্মা নদীতে ইয়াদ আলী ও চাঁন মিয়া নামে দুই কৃষি শ্রমিক নিখোঁজ হন। একই সময় হরিরামপুর উপজেলার ধুলসূড়া এলাকায় পদ্মা নদীতে পাথর বোঝাই একটি ট্রলার ডুবিতে নাসির খান (৪২) ইসমাইল খান (৫০) ও কলিম খান (৪৯) নামে তিনজন নিখোঁজ হন। তাদের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামে।  

এ ব্যাপারে কথা হলে হরিরামপুর উপজেলার ধুলসূড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদ খান জানান, রোববার বিকেলে পাবনার বেড়া থেকে পাথর বোঝাই করে একটি ট্রলার হরিরামপুর আসার পথে ধুলসূড়া এলাকায় পদ্মা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট ১০ জন মানুষ থাকলেও সাতজন তীরে উঠতে সক্ষম হন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।