মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইনসে মহিলা পুলিশ ব্যারাক ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ভাস্কর্য ‘স্বোপার্যিত পতাকা’র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাবেদ পাটোয়ারি বলেন, পুলিশের একার পক্ষে সকল অপরাধ দমন সম্ভব নয়।
এরআগে, তিনি পুলিশ লাইনসে গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মহিলা পুলিশ ব্যারাক ও সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর পরিকল্পনায় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ভাস্কর্য “স্বোপার্যিত পতাকা”র উদ্বোধন করেন।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম, আরএমপির কমিশনার একেএম হাফিজ আক্তার পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মাসুদুর রহমান ভুঞা, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেসন্স) নিশারুল আরিফ, পুলিশ সুপার (এস্টেট ওয়েলফেয়ার) মো. বেলায়েত হোসেন, রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বিপিএম পিপিএম, সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম, বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
বিকেলে পুলিশ লাইনে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন আইজিপি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এনটি