বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় একটি পাটাতন খসে চাকা দেবে যায়। ফলে খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা ও রাঙামটির সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে জানান, সকালে অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক উঠে পড়লে বেইলি ব্রিজটি ধসে পড়ে। ট্রাক থেকে সিমেন্ট আনলোড করে দ্রুত ধসে পড়া ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এডি/আরবি/