পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নুর আলম সিদ্দিকী (৪০) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে খনির আবাসিক এলাকার ডরমিটরি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নুর আলম মধ্যপাড়া কঠিন শিলা খনির ইলেকট্রিক্যাল বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার বাউড়িয়া ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।