বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালের দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন ওই গ্রামের সাদত আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের ঘোড়া প্রতীকের সমর্থক ও বড়ইছড়া গ্রামের আহসান উল্লা গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুর রহমানের নৌকা প্রতীকের সমর্থক ফারুক মিয়া গ্রুপের লোকজনদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় রোকন মিয়া গুরুতর আহত হন। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম মৃত ঘোষণা করেন।
সরাইল থানা পুলিশের অরুয়াইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর ঘোড়া প্রতীকে ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২২৩ ভোট।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এনটি