বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা ১২টার দিকে আশুলিয়ার টংগাবাড়ি এলাকার শাখা সড়কের পাশে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বেলাল মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, বুধবার (০৩ এপ্রিল) বিকেল থেকে মরিয়ম নিখোঁজ হয়। পরে সকালে স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশের একটি ডোবায় শিশু মরিয়মের মরদেহ ভাসতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) নাহিদ ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এনটি