নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২ টায় বরিশাল নৌবন্দর টার্মিনালের নিচ তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
জেলা প্রশাসক বলেন, নৌপথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহন রোধে জেলা প্রশাসন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটি) সার্বিক সহযোগিতা করবে।
বিআইডব্লিউটিএ’র বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার (কারিগরি) আবু হেলাল সিদ্দিকী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
এমএস/ওএইচ/