বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে আশুলিয়ার বি-বাংলা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহুয়া মাগুড়া জেলার শ্রীপুর থানার তখলপুর গ্রামের মৃত সারোয়ার হোসেনের মেয়ে।
জানা যায়, স্থানীয়রা বি-বাংলা এলাকার বাসায় সকালে নিজ কক্ষে মহুয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে।
ময়না-তদন্তের জন্য মরদেহ রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিপি