বৃহস্পতিবার (০৪ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংগঠনটির সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর নেতৃত্বে এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।
এ সময় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বর্তমান সরকার কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসারে সম্ভব সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখবে। এ শিল্পখাতে রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের নগদ প্রণোদনাও দেয়া হচ্ছে।
পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্য পরীক্ষার জন্য বিএসটিআই গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধির সুপারিশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ খাতের উদ্যোক্তাদের চাহিদা মাফিক বিএসটিআই এর গবেষণাগারে নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে।
সংগঠনের পক্ষে বাপা’র সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী বলেন, ২০১৭-১৮ অর্থবছরে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পখাত থেকে বাংলাদেশ সাড়ে ৫ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। এ শিল্পখাতের উদ্যোক্তারা বিশ্বের ১৪৪টি দেশে বাংলাদেশি কৃষিজাত পণ্য রপ্তানি করছে। সহায়তা পেলে আগামী পাঁচ বছরের মধ্যে এ শিল্পখাত থেকে ১০ হাজার কোটি টাকা রপ্তানি করা সম্ভব হবে।
এ সময় বাপা’র সাধারণ সম্পাদক ইকতাদুল হক, অর্থ সম্পাদক গোলাম শরীফ চৌধুরী, নির্বাহী সদস্য এম এ ছাত্তারসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিসিজি/এসএ