ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি পেলো ৭৪০ জন শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি পেলো ৭৪০ জন শিক্ষার্থী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দিচ্ছেন প্রধান অতিথি নব বিক্রম কিশোর এিপুরা । ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ৭৪০ জন শিক্ষার্থীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে শহরের ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট হল রুমে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।  

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর এিপুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তরী, শিক্ষাবিদ অবসর প্রাপ্ত প্রফেসর বোধিসত্ব দেওয়ান।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।