ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
নাটোরে ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের গদাই ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুঘর্টনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাটোর রেল স্টেশনের কর্তব্যরত মাস্টার খান মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুর আড়াইটার কিছু পর ছাতনী ইউনিয়নের গদাই ব্রিজ সংলগ্ন এলাকায় দিনাজপুরের পার্বতীপুর থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেন থেকে পড়ে যান ওই ব্যক্তি।

পরে স্থানীয়রা রেল লাইনের পাশের ঝোপে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে নাটোর রেল স্টেশনে খবর দেয়। পরে সান্তহার জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।  মরদেহ সান্তাহার রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।