বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ইফাত সিরাজগঞ্জ সদর থানার ইটালি গ্রামের সূর্য শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ষষ্ঠ তলায় টিনশেড থেকে কাজ করছিলেন মোজাম্মেল। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এসময় অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না-তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিপি