ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ জুডিশিয়াল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
হবিগঞ্জ জুডিশিয়াল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জ নির্মাণাধীন ১০তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে ইফাত আহমেদ (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ইফাত সিরাজগঞ্জ সদর থানার ইটালি গ্রামের সূর্য শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ষষ্ঠ তলায় টিনশেড থেকে কাজ করছিলেন মোজাম্মেল। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এসময় অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না-তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।