বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলের দিকে রেল লাইন অতিক্রম করার সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরেন্দ্র ওই ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের সুকুমার রায়ের ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সৈয়দপুর জিআরপি থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিপি