বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সরকার বাংলানিউজকে বলেন, ভৈরব বাজারের কাঠপট্টি এলাকায় মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়না-তদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
ময়না-তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
জিপি