বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ছয়তলা মোল্লা মার্কেট, বান্ডো ডিজাইন সংলগ্ন ইয়ারপুর ইউপি সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ সায়েমের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব প্রমুখ।
এ ব্যাপারে সাদাৎ সায়েম বাংলানিউজকে বলেন, জামগড়া ছয়তলা, বান্ডো ডিজাইন সংলগ্ন ইয়ারপুর ইউপি সড়ক আর বেরন এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ চালানো হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আমরা দুই ইঞ্চি বিতরণ লাইন অবৈধ পেয়েছি এবং এটার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছি।
তিনি বলেন, বাসা-বাড়িগুলোতে হাই-প্রেসার (১৫০ পিএসআইজি) লাইন থেকে অবৈধভাবে রেগুলেটরবিহীন সংযোগ নেওয়ায় যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। আর এ অবৈধ কর্মকাণ্ডের কারণে সৃষ্ট দুর্ঘটনার দায় তিতাস গ্যাস বহন করবে না। তাই গ্রাহককেই এ ব্যাপারে সচেতন থাকে অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
অভিযান চলাকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো।
বাংলাদেশে সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিপি