বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে সাভারের তালবাগ ও থানা স্ট্যান্ড এলাকার বিভিন্ন ভবন পরিদর্শন শেষে অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে ‘ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
এ সময় সাভার তালবাগ এলাকার ১০তলা সিটি টাওয়ার এবং থানা রোড এলাকার বিসমিল্লাহ টাওয়ার পরিদর্শন করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার লিটন আহমেদ বাংলানিউজকে বলেন, সাভারের কয়েকটি ভবন পরীক্ষা করে যে ভবনগুলোতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, একাধিক সিঁড়ি ও জরুরি মুহূর্তে নির্গমনের দিক-নির্দেশনা নেই সেসব ভবন চিহ্নিত করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। সাভারে বসবাসের জন্য ও বিভিন্ন বাণিজ্যিক বহুতল ভবন রয়েছে যা অগ্নি ঝুঁকিপূর্ণ।
ভবিষ্যতে এ পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এসএ/এমজেএফ