ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পুলিশ বক্সে হামলায় ২৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
খুলনায় পুলিশ বক্সে হামলায় ২৫০ শ্রমিকের বিরুদ্ধে মামলা পাবলা পুলিশ বক্সে হামলা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ২০০/২৫০ জন শ্রমিককে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বাগচী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃংখল শ্রমিক পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। হামলায় পুলিশ ইন্সপেক্টর আবুল বাশারসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা দেন। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

নয় দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির বৃহস্পতিবার ছিলো শেষ দিন। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করেন।

** খুলনায় শ্রমিক-পুলিশের সংঘর্ষে আহত ১০

বাংলাদেশসময়: ০০৫৮ ঘণ্টা,  এপ্রিল ০৫, ২০১৯
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।