ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক পোলবোঝাই ট্রাকটি। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় রাজীব আলী রাজু (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে নগরের খানজাহান আলী থানার শিরোমনি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজু নগরীর আ‌ফিল গেট এলাকার বা‌সিন্দা।

তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কাজী রেজউল করিম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে করে নগরীর আফিল গেট এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন রাজু। পথে চিংড়িখালী বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক পোলবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশসময়: ০১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।