ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১২৮ সিমসহ ২ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
১২৮ সিমসহ ২ প্রতারক আটক আটক দুই প্রতারক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা ১২৮টি মোবাইল সিমসহ দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে উপজেলার চরবাগডাঙ্গা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- একই উপজেলার মালবাগডাঙ্গা এলাকার লোকমান হোসেনের ছেলে ওয়াসিম বাবু (২৫)  এবং একই এলাকার চাকপাড়া গ্রামের দাউদ আলীর ছেলে আক্তারুজ্জামান।


 
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চরবাগডাঙ্গা বাজারের একটি টেলিকম দোকানে অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করা হয়। এসময় দোকানে তল্লাশি করে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা ১২৮টি সিম জব্দ করা হয়।

তিনি আরও জানান, দোকান মালিক বাবু ও তার সহযোগী আক্তারুজ্জামান তাদের দোকানে সিম কিনতে আসা গ্রাহকদের ঠকিয়ে তাদের কাছ থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে কৌশলে দুইবার আঙুলের ছাপ নিয়ে দু’টি সিম রেজিস্ট্রেশন করে একটি গ্রাহককে ও অপরটি নিজেদের কাছে সংরক্ষণ করতেন। পরবর্তীতে সিমগুলো মাদকবিক্রেতা, চোরাকারবারীসহ বিভিন্ন অপরাধীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটকরা তাদের প্রতারণার কথা স্বীকার করেছেন।  

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই জাহিদ।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।