শুক্রবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৬টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুই ডাকাত হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)।
র্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র্যাবের চেকপোস্ট ছিল। ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোস্ট অতিক্রমের সময় তাদের থামতে বলা হয়। এসময় র্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছোড়ে। এতে র্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আরও পরে জানানো যাবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসআরএস