শুক্রবার (৫ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত দুলাল ও আটক আরিফ সদর উপজেলার দস্তানাবাদ মাঝিপাড়া গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গত ২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে দুলাল ও আরিফের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় ছোট ভাই আরিফের লাঠির আঘাতে বড় ভাই দুলাল গুরুতর জখম হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে দুলাল মারা যান।
ওসি বলেন, মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন আরিফকে আটকে রেখে ৯৯৯ এ খবর দেয়। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
জিপি