ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার বিদেশি কূটনীতিকরা আনন্দ ভ্রমণে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
ঢাকার বিদেশি কূটনীতিকরা আনন্দ ভ্রমণে বিভিন্ন দেশের পতাকা

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিকরা আনন্দ ভ্রমণে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তারা শ্রীমঙ্গলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আবদুল মোমেনের নেতৃত্বে ঢাকার বিদেশি মিশনের প্রায় ৪০জন মিশন প্রধান এ আনন্দ ভ্রমণে অংশ নিয়েছেন।

ড. মোমেন কূটনীতিকদের জন্য এ আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন। বাংলাদেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাকে বেছে নিয়েছেন তিনি। সেখানের চা বাগান, লাওয়াছড়া বনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখানো হবে কূটনীতিকদের। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের পর্যটনে আকৃষ্ট ও তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতেই এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় কূটনীতিকরা শ্রীমঙ্গলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল শনিবার তারা ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।