ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গাড়িচাপায় টেইলার্স কর্মী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
আশুলিয়ায় গাড়িচাপায় টেইলার্স কর্মী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার জিরাবোতে বডি ছাড়া নতুন একটি গাড়ির চাপায় মামুন (৩৫) নামে এক টেইলার্স কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশমাইল-জিরাবো সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনের বাড়ি বরিশাল জেলায়।

সে জিরাবো  এলাকায় ভাড়া থেকে স্থানীয় এক দর্জির দোকানে কর্মরত ছিল।

পুলিশ জানায়, বডি ছাড়া নতুন একটি গাড়ি বিশমাইল থেকে জিরাবো যাওয়ার সময় জিরাবো বাস্ট্যান্ডে পৌঁছলে পেছন থেকে মামুনকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরির্দশন করেছে। ঘাতক গাড়িটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

ময়নাতন্দেন্তর জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।